মঙ্গলবার (১১ জুন) বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন মীরগঞ্জ খেয়াঘাট ২০১৯ সালের জন্য দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়ার নিমিত্তে বরিশাল জেলা পরিষদে ইজারা দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞ বাবুগঞ্জ সহকারী জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মীরগঞ্জ খেয়াঘাটের ইজারা কার্যক্রম আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে জেলা পরিষদ।
এর আগে, সোমবার (১০ জুন) বরিশাল জেলা পরিষদের নিয়ন্ত্রাণাধীন মীরগঞ্জ খেয়াঘাট সর্বোচ্চ দর দাতাকে বুঝিয়ে দিতে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন বাবুগঞ্জ সহকারী জজ আদালত। সর্বোচ্চ দর দাতা আলমগীর হোসেনের দায়েরকৃত মামলার সোমবার শুনানি শেষে আদালতের বিচারক তাররাহুম আহম্মেদ আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে এ নোটিশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলা পরিষদের মীরগঞ্জ খেয়াঘাটের ষষ্ঠ বার পর্যন্ত দরপত্র আহ্বান করা সত্ত্বেও সম্ভাব্য মূল্য দরপত্র পাওয়া যায়নি। পরবর্তীতে সপ্তম বার ৭৪ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় দর দাতা ৬৬ লাখ টাকায় টেন্ডার পাওয়ার জন্য আবেদন করেন। অথচ জেলা পরিষদের নথিতে শেষ বার ইজারার কথা থাকলেও এবং নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ দর দাতাকে ঘাট বুঝিয়ে না দেওয়ায় গত ২৮ মে বিজ্ঞ বাবুগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে বিচারক সোমবার শুনানি শেষে সর্বোচ্চ ইজারাদারকে খেয়াঘাট কেন দেওয়া হচ্ছে না মর্মে সাত কার্য দিবসের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।