অবিরত বৃষ্টির কারণে পরিত্যক্তই হয়ে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ব্রিস্টলে এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরুর কথা ছিল। কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় টসই করা সম্ভব হয়নি। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাই দু’দলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে।
এর আগে, সোমবার ব্রিস্টলের আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছিল; মঙ্গলবার সারাদিন বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সেই পূর্বাভাসই সত্যিই হলো।