বরিশালের সিটি নির্বাচন হবে আগামী জাতীয় রাজনীতির পথ নির্দেশক

বরিশালের সিটি নির্বাচন হবে আগামী জাতীয় রাজনীতির পথ নির্দেশক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বরিশালের সিটি নির্বাচন হবে আগামী জাতীয় রাজনীতির পথ নির্দেশক।

বৃহস্পতিবার নগরীর ক্রাউন কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন । 

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি আজ পথ হারিয়েছে। রাজনৈতিক দলগুলোর পরস্পরের মাঝে নূন্যতম আস্থা ও বিশ্বাস নেই। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি সরকার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এ অবস্থার পরিবর্তন দরকার। আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আমরা আগামী জাতীয় রাজনীতির জন্যে সু-বাতাস তৈরি করতে পারি। আমরা চাই বরিশালের সিটি নির্বাচন হবে আগামী জাতীয় রাজনীতির পথনির্দেশক।

তিনি আরো বলেন, আমরা দেশের জন্যে, মানুষের জন্যে কল্যাণের রাজনীতি করি। আমরা সৌহার্দ ও সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই জনগন তাদের অধিকার ফিরে পাক। যারা দেশের সম্পদ লুটপাট করে, জনগণের কথা ভাবে না তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।  জনগণ তাদেরকে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিদায় জানাবে।  আগামী সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতিকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে,। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু সালেহ মুসার সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি যুব নেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ আল-আমীন। 

এছাড়া উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, হাফেজ মাওলানা মুহাম্মাদ আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মাদ লুৎফর রহমান, সেক্রেটারি অধ্যাপক জাকারিয়া হামিদী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান,  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মাওলানা আইয়ুব আনসারী ।