বরিশালের স্বার্থে সাংবাদিক ও আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে

বরিশালে সাংবাদিকদের সঙ্গে নতুন জেলা প্রশাসক মতবিনিময় সভায় বলেন সাংবাদিকদের সহেযাগীতা কামনা করে বলেন ‘বরিশালের স্বার্থে সাংবাদিক ও আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে বরিশালের নতুন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় শহিদ আব্দুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া এশোশিয়েশনের সভাপতি হুমায়ন কবির, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান মিরন, ইন্ডেপেন্টেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন, বাংলাভিশনের বরিশাল প্রতিনিধি শাহিন হাসান, ঢাকা পোষ্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান সহ বেশ কয়েকজন সাংবাদিক বক্তব্য রাখেন।
অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।