বিসিসির পরিচ্ছন্নতা কর্মী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্ন কর্মী মো. আমির গাজী হত্যার ঘটনায় জড়িতদের কঠোর বিচার দাবি করেছেন তার পরিবার। বরিশালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই দাবি করা হয়। বরিশাল নগরীর আলেকান্দা ১৪ নম্বর ওয়ার্ডের রিফিউজি কলোনী এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আমির গাজীকে।
মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি করেছে আমির গাজীর পরিবার।
নিহত মো. আমির গাজী নগরের আলেকান্দা রিফিউজি কলোনী এলাকার আলতাফ গাজীর ছেলে এবং বরিশাল সিটি কপোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ জানুয়ারি একটি মোটর সাইকেলকে কেন্দ্র করে নগরীর চিহ্নিত কিশোর সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মার্চ রাতে তার মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নিহত আমির গাজীর বাবা আলতাফ গাজী বলেন, তার একমাত্র ছেলে সিটি কপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিল। অবসরে সে নগরের মীরা বাড়ীর পুল মসজিদের সামনে কবুতর ও পাখির একটি দোকান পরিচালনা করতো। ব্যবসায়ীক প্রয়োজনে একটি ইয়ামাহা মোটর সাইকেল ব্যবহার করতো সে। গত ২০ জানুয়ারি মীরা বাড়ীর পুল পলাশ গলি এলাকা থেকে তার মোটর সাইকেলটি চুরি করে একদল কিশোর। খবর পেয়ে তার ছেলে ২৬ জানুয়ারি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার মো. আসাদুজ্জামান বাদশার ওয়ার্কশপে গিয়ে চুরি যাওয়া মোটর সাইকেলটি আবিস্কার করে। এ সময় এমরান ও হৃদয়সহ কয়েকজন কিশোর মোটর সাইকেলের ঘাড়লক মেরামত করে দেওয়ার কথা বলে সময় ক্ষেপন করে। এক পর্যায়ে তারা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। প্রথমে তাকে ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মার্চ রাত সাড়ে ৮টার তার মৃত্যু হয়।
কুপিয়ে আহত করার ঘটনায় তার মা খাজিদা বেগম ৭জনকে আসামী করে বরিশাল কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করলেও তারা বর্তমানে জামিনে রয়েছে। আমীর গাজীর মৃত্যুর পর গত ৪ এপ্রিল তার মা খাদিজা বেগম বাদি হয়ে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আমীর গাজী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর বিচার দাবি করেন তার পরিবারের সদস্যরা। এ সময় আমির গাজীর বাবা আলতাফ গাজী, মা খাদিজা বেগম, বোন জোনাকি ইসলাম আকন, নানী জোহরা বেগম, ফুপাতো ভাই সুজন ও চাচাতো ভাই মো. খায়রুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।