বলিউড অভিনেতা অভিনেতা আসিফের আত্মহত্যা,ধরমশালার থেকে লাশ উদ্ধার

বলিউড কেবল সরব হয়েছেন সকল তারকা। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটতে না কাটতে আবারও এলো আরও এক আত্মহত্যার খবর। এবার আত্মহত্যা করলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা আসিফ বসরা। হিমাচল প্রদেশের ধরমশালার ম্যাকলিওডগঞ্জ থেকে উদ্ধার করা হয় আসিফ বসরার মৃতদেহ। পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে।
ধরমশালায় একটি বহুতলে থাকতেন আসিফ বসরা। ওই বহুতলেরই একটি ঘর থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়। কাঙরার পুলিশ আধিকারিক বিমুক্ত রঞ্জন ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার পর ফরেন্সিক টিম পৌঁছেছে। ঘটনার তদন্ত চলছে এখন।
আসিফ বসরা যাব উই মেট, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি পাতাললোক-এর মতো ওয়েব সিরিজেও দেখা গিয়েছিলো তাকে।
জানা যায়, ম্যাকলিওডগঞ্জের ওই বহুতল ভবনে গত ৫ বছর ধরে ভাড়া থাকছিলেন আসিফ বসরা। এই অভিনেতার সঙ্গে থাকতেন তার বিদেশিনী বান্ধবীও। কেন নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন আসিফ, তা নিয়ে তদন্ত চলছে।