রুশ সেনার হাতে কিয়েভের বিমানঘাঁটি, দুই শতাধিক ইউক্রেনীয় নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হস্তমেল বিমানঘাঁটির দখল নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।
এ বিমানঘাঁটি দখলে নিতে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তীব্র লড়াই হয়েছে বলে জানা গেছে। বিমানঘাঁটিটি আন্তোনভ বিমানবন্দর নামেও পরিচিত।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তোনভ বিমানবন্দরে চালানো অভিযানে তাদের প্রায় ২০০ রুশ হেলিকপ্টার অংশ নিয়েছে।
এ অভিযানে ইউক্রেনের সেনাবাহিনীর বিশেষ ইউনিটের অন্তত ২০০ সদস্য নিহত হয়েছেন। রাশিয়ার গণমাধ্যম রিয়া নভস্তি জানিয়েছে, এ অভিযানে রাশিয়ার কোনো সেনা হতাহত হননি।
এ বিমানঘাঁটি হাতছাড়া হওয়ার খবর এখনও নিশ্চিত করেনি ইউক্রেন সরকার। রাশিয়ার এ দাবিও যাচাই করা যায়নি।
পিআর/বিজি