সাকিব আল হাসানের অনবদ্য সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩২২ রানের লক্ষ্য দাঁড় করায় ক্যারিবীয়রা। এর আগে সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল টাইগারদের। সেটি গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। এবার নিজেদের রেকর্ডটাই নতুন করে লিখল টাইগাররা। তুলে নিল দাপুটে এক জয়।
সোমবার বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রানের পুঁজি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সাকিবের ৯৮ বলে অপরাজিত ১২৩ ও লিটন দাসের ৬১ বলে অপরাজিত ৭৮ রানে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। সেটি ৫১ বল বাকি থাকতেই।
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা নতুন করে লিখল বাংলাদেশ। ২০১১ সালে ইংল্যান্ডের দেওয়া ৩২৯ রান তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড। যা এই তালিকায় শীর্ষে।
আগে ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন শাই হোপ। ১২১ বলে ৪ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া এভিন লুইস ৭০ ও শিমরন হেটমায়ার ৫০ রান করেন।
টাইগারদের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। পুরো ১০ ওভার বল করে সাইফউদ্দিন ৭২ রান ব্যয় করেন। মোস্তাফিজ ৯ ওভারে দেন ৫৯ রান।
এ ছাড়া ২ উইকেট নেন সাকিব। মাশরাফী কোনো উইকেট না পেলেও রান খরচায় ছিলেন কৃপণ। ৮ ওভার বল করে ৩৭ রান দিয়েছেন, আছে একটি মেডেনও।