বাইশারী কলেজ অধ্যক্ষকে অপসারনের দাবিতে মানববন্ধন

বাইশারী কলেজ অধ্যক্ষকে অপসারনের দাবিতে মানববন্ধন

বরিশালের বানারীপাড়ায় অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে (বরখাস্থকৃত) শাস্তি ও অপসারনের দাবিতে মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। 

সচেতন নাগরিক ফোরাম, অভিভাবক ও কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দের ব্যানারে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে লেজ প্রঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তারা বলেন, মুকুল একজন স্বেচ্ছাচারি ও দুর্নীতিবাজ অধ্যক্ষ।

 এছাড়া তিনি নারী কেলেঙ্কারীর সাথে জড়িত। তাকে অনতি বিলম্বে কলেজ থেকে স্থায়ী ভাবে বরখাস্তা করা হোক। একটি কুচক্রি মহল তাকে যথা স্থানে রাখার পায়তারা করছে। কিন্তু আমরা সচেতন সমাজ তা হতে দিতে পারি না। এ সময় কলেজ গভার্নিং বোর্ডের সাবেক সদস্য লতিফ হাওলাদার বলেন, মুকুল নারী কেলেঙ্কারীতে জড়িত এবং উনি কলেজে অনেক দুর্নীতি করেছেন,টাকা পয়সা নিয়েও অনেক দুর্নীতি করেছেন।আমরা তার স্থায়ী বহিস্কার চাই। মানববন্ধন শেষে অধ্যক্ষর অপসারনের দাবীকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

উল্লেখ্য ,গত শনিবার (৭ সেপ্টেম্বর) কলেজ গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে গভর্নিং বডির এক জরুরি সভায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ৭ কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব চাওয়া হয়।