বাউফলে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ করোনায় আক্রান্ত

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহাগ ফকির (৩৯) করোনায় আক্রান্ত। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে এসআই সোহাগ ফকির জানান, সম্প্রতি তার শরীরে করোনার নানা উপসর্গ দেখা দিলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের শরনাপন্ন হন। চিকিৎসক তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইডিসিআরে পাঠালে তার ফলাফল পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান বলেন, ওই পুলিশ কর্মকর্তাকে ফাঁড়ির একটি কক্ষে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফাঁড়ির অন্যান্য পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, নৌ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।