বাগেরহাটে বাস-ট্রাকে সংঘর্ষে নিহত ৫

বাগেরহাটে বাস-ট্রাকে সংঘর্ষে নিহত ৫

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  শনিবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

তবে হতাহতদের নাম পরিচয় পুলিশ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি। নিহতদের বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা অপর একটি পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই নারী বাসযাত্রীসহ তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে শিশুসহ আরো দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে।