বানারীপাড়া পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী সুভাষ চন্দ্র বিজয়ী

বানারীপাড়া পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী সুভাষ চন্দ্র বিজয়ী

বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী মো. জিয়াউল হক মিন্টু নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬৯৮ ভোট। এছাড়া বিএনপি প্রার্থী মো. রিয়াজ আহম্মেদ মৃধা পেয়েছেন ২৬৯ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।

তিনি জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৩২টি কক্ষে (বুথ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ভোটার ৯ হাজার ১২৭ জন। এর মধ্যে নারী ভোটার ৪ হাজার ৬৬৫ ও পুরুষ ভোটার ৪ হাজার ৪৬২ জন। ভোট দিয়েছেন ৬ হাজার ৩৯৪ জন। বাতিল হয়েছে ৫৮ ভোট। সেই হিসেবে ভোট পড়েছে ৭০ দশমিক ৬৯ শতাংশ