বানারীপাড়ায় পিঠা উৎসব

বানারীপাড়ায় শীতকালিন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ডিসেম্বর সকাল ১০টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পিঠা উৎসব উদ্বোধন করেন বরিশাল-০২ আসনের এমপি পতœী আতিয়া আলম মিলি।উপজেলা প্রশাসন ও পরিষদ আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, সহকারী কমিশনার নিশাত শারমীন, পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা প্রমূখ। বিকেলে পিঠা উৎসবে অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বরিশাল-০২ আসনের এমপি মোঃ শাহে আলম।