গুজবের নিন্দায় আইভী, বললেন সুস্থ আছি

গুজবের নিন্দায় আইভী, বললেন সুস্থ আছি

একটি টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ রোববার বিকেলে প্রচার করা হয়। এতে বলা হয়, ‘করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী’।

নিমিষেই এ খবর ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জসহ সর্বত্র। দেশ-বিদেশ থেকে শুরু হয় খোঁজ নেয়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ্য আছি এবং নারায়ণগঞ্জের বাড়িতেই আছি। করোনাভাইরাস মোকাবেলায় পুরো দেশ যেখানে এক সঙ্গে যুদ্ধ করছে। ঠিক এই মুহুর্তে কে বা কারা নানা গুজব ছড়াচ্ছে। তারা আমি দেশের বাইরে আমার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক আছি। ঠিকঠাক মতো করোনা মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে কাজ করছি’।

মেয়র আইভীর ঘনিষ্ঠ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান তার ফেইসবুক পেইজে লেখেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি, একটি কুচক্রি মহল ষড়যন্ত্রমূলকভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছেন। এ সংবাদের মাধ্যমে দেশ ও দেশের বাইরে অনেকেই বিভ্রান্ত হচ্ছে। আল্লাহর রহমতে তিনি সম্পুর্ণভাবে সুস্থ্য আছেন এবং সকলকে সুস্থ্য থাকার জন্য ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন’।