বানারীপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

বানারীপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

 

পুষ্টি, মেধা দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন"এ প্রতিপাদ্য'র আলোকে ৫ জুন শনিবার বানারীপাড়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বর বানারীপাড়ায় "প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি  গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বিপুল চন্দ্র নাগ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।