বানারীপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী

বানারীপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী

বরিশালের বানারীপাড়ায় শিব্বির মোর্শেদ শিশির ওরফে বাবু মোল্লা নামে এক ব্যবসায়ীকে কুপিয়েছে এক সন্ত্রাসী। গত বুধবার রাত ১১টার দিকে বানারীপাড়া ফেরিঘাটের একটি চা দোকানে সামনে এই হামলার ঘটনা ঘটে। 

আহত ব্যবসায়ী বাবুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

বাবু মোল্লা জানান, বুধবার রাতে ফেরিঘাটে মনিরের চা দোকানের সামনে দাঁড়িয়ে সদ্য নির্বাচিত জেলা পরিষদ সগদ্য মামুনুর রশীদ স্বপনের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তপু খান নামে এক সন্ত্রাসী ধারালো ছুরি দিয়ে তার মাথায় রক্তাক্ত জখম করে। বিষয়টি থানা পুলিশকে জানান বাবু। পুলিশের পরামর্শে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হন তিনি। এ ঘটনায় অভিযুক্তের বিচার দাবি করেন ব্যবসায়ী বাবু। 

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ জানান, আহত বাবু তার উপরে হামলার বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।