বাবরের জার্সিতে অ্যালকোহলের লোগো

অ্যালকোহলের ব্যাপারে খুব কঠোর ইসলাম। মুসলিম ধর্মে অ্যালকোহল জাতীয় পানীয় পান তো বটেই, সেগুলোর প্রচার প্রচারণাও নিষিদ্ধ। কিন্তু অনেক দেশের খেলায়ই অ্যালকোহলের ব্র্যান্ড জার্সির স্পন্সর করে থাকে।
ফলে অ্যালকোহল ব্র্যান্ডের লোগোও সেঁটে দেয়া হয় জার্সিতে। মুসলিম ক্রিকেটাররা সেটা এড়িয়ে যেতে চাইলে তাদের ঝামেলায় পড়তে হয়। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাশিম আমলাই যেমন কখনও অ্যালকোহলের লোগো লাগানো জাতীয় দলের জার্সি পরতে রাজি হননি বলে তার ম্যাচ ফির একটা নির্দিষ্ট অংশ কেটে রাখা হয়।
পাকিস্তান মুসলিম দেশ। পাকিস্তানি ক্রিকেটারদের জার্সিতে এমনি অ্যালকোহলের লোগো থাকে না। কিন্তু যখন লিগ খেলতে তারা বাইরে যান, তখন ঠিকই বাঁধে বিপত্তি। গত বছরই যেমন সমারসেটের হয়ে খেলতে গিয়ে বাবর আজম আর আজহার আলি অ্যালকোহল কোম্পানির লোগো সম্বলিত জার্সি পরতে অস্বীকৃতি জানান।
তবে এবার বাবরের জার্সিতে দেখা গেল অ্যালকোহল ব্র্যান্ডের লোগো। বৃহস্পতিবার ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সমারসেটের পক্ষে খেলতে নেমেছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। সে ম্যাচে তার জার্সির পেছনের লোগোটি দেখে ভক্ত-সমর্থকদের অনেকেই খেপেছেন।
সমারসেটের টাইটেল এবং জার্সি স্পন্সর ‘ট্রিবিউট’ নামের একটি বিয়ার কোম্পানি। স্বাভাবিকভাবেই জার্সিতে তাদের লোগো লাগানো থাকে। কিন্তু গত বছর পাকিস্তানি দুই ক্রিকেটারের আপত্তিতে সেই লোগো ছাড়া জার্সি দেয়া হয়েছিল।
এবার সেটা হয়নি। বাবরের জার্সিতে লোগো রয়েই গেছে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সমারসেট এটাকে তাদের ভুল বলে স্বীকার করেছে। আগামী ম্যাচে ওই লোগো ছাড়া জার্সি বাবরকে দেয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি।
প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে সেখানেই রয়ে গেছেন বাবর। সমারসেটের সঙ্গে তার চুক্তি রয়েছে। বৃহস্পতিবার দলের পক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩৫ বলে ৪২ রান করেন পাকিস্তানের এই রানমেশিন।