ছেলেদের হাতে বাবা খুনের অভিযোগ

বরিশালে পিতাকে হত্যার অভিযোগে দুই সহোদরকে আটক করেছে পুলিশ। বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে আনিস হাওলাদার (৬৫) সন্তানের হাতে খুন হন এমন অভিযোগ ওঠে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত আনিস হাওলাদার-এর মরদেহ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
হত্যার অভিযোগে আটক দুই সহোদ হচ্ছে মো. জাহিদ হাওলাদার (৩৩) ও মো. রাকিব হাওলাদার (২০)।
অপরদিকে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন লিখিত অভিযোগ না দেয়া হলো আটককৃত হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, গত বৃহষ্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়। যা একপর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে রূপ নেয়। এসময় তাদের বাবা দিনমজুর আনিস হাওলাদার ছেলেদের নিবৃত্ত করতে আসেন। সেসময় তিনি ছেলেদের লাঠালাঠিতে আঘাতপ্রাপ্ত হন। এতে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে রাতেই আনিস হাওলাদারের মৃত্যু হয়। শুক্রবার দুপুরে ১২ টার দিকে সন্তানরা তার মরদেহের জানাজা শেষে দাফন কাজে ব্যস্ত হয়ে পরেন। এসময় স্থানীয়রা বিষয়টি থানা পুলি কে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। যেখানে মৃত আনিস হাওলাদারে শরীরে আঘাতের চিহ্ণ দেখতে পায়। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুই ছেলে জাহিদ ও রাকিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে মামলা হয়নি।