বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে ৪টা পর্যন্ত চলছে। ভোটাররা ভোট কেন্দ্র গিয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশী দেখা গেছে।

 উপজেলার চাদঁপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ- নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা।

 চাদঁপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় সময় মহিলা ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। মহিলা ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারদেরকেও দেখা যায়। ওই ওয়ার্ডে ২হাজার ৩শত ১৬জন ভোটারের ভিতরে ১৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭৪৩ ভোট পেয়ে মোরগ  প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দিন হাজী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ মাহমুদ চুন্নু পেয়েছেন ৬৩২ ভোট। অপর প্রার্থী মোঃ রাজ্জাক পেয়েছেন ৪ ভোট। ৬ টি ভোট বাতিল বলে গন্য হয়েছে। 

ভোট কেন্দ্র ১৭জন আনসার সদস্য ও ১২জন করে পুলিশ সদস্য নিয়োজিত ছিল।এছাড়া কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান সার্বক্ষনিক ছিলেন। 

 এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলার চাদঁপাশা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন হয়েছে । কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।  কোথায়ও আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হয়নি।