বাবুগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

বাবুগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিদ হাওলাদারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা পরিষদ সদস্য মাইনুল হোসেন পারভেজ, বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শাহ আলম সিকদার, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ , টুর্নামেন্টের প্রচার ও প্রচারনা উপ-কমিটির আহবায়ক আমি আরিফ আহমেদ মুন্না প্রমুখ।
এতে ৬ দল অংশ নিচ্ছে এবং আগামী ১২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।