বরিশালের পেশাদার সাংবাদিকদের দুই সংগঠনকে সিটি করপোরেশনের আর্থিক অনুদান

বরিশালে পেশাদার সাংবাদিকদের দুটি সংগঠনকে আর্থিক অনুদান দিয়েছে সিটি করপোরেশন।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে বৃহস্পতিবার ২৮ এপ্রিল দুপুরে সাংবাদিক নেতৃবৃন্দর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।
এর মধ্যে সাংবাদিক ইউনিয়ন বরিশালকে ৫ লাখ এবং টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনকে ২ লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়।
এ সময় সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খান, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন সুমন এবং বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোবিন্দ সাহা ও সাধারণ সম্পাদক শাহীন সুমন উপস্থিত ছিলেন।