বাবুগঞ্জে জাতীয় পার্টিতে যোগ দিলেন শতাধিক যুবক

বাবুগঞ্জে জাতীয় পার্টিতে যোগ দিলেন শতাধিক যুবক

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি  ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে পথ সভা ও যোগদান অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল ৩ আসনের ( বাবুগঞ্জ - মুলাদী) সাংসদ, শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর হাতে ফুল দিয়ে দেহেরগতি, চাঁদপাশা, কেদারপুর, মাধবপাশা ইউনিয়ন থেকে  বিভিন্ন দলের শতাধিক লোক জাতীয় পার্টিতে যোগদান করেন।

শুক্রবার বিকালে রাকুদিয়া নতুন হাটে অনুষ্ঠিত যোগদান ও পথসভা অনুষ্ঠানে দেহেরগতি  ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কাজী মেজবাহ উদ্দিন সজল এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলামিন হাওলাদার নয়ন এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বরিশাল ৩ আসনের ( বাবুগঞ্জ - মুলাদী) সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাপা আহবায়ক  মকিতুর রহমান কিসলু,যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক বাবুল আকন, সেলিম হোসেন স্বপন,মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান,  এসময় দেহেরগতি ইউনিয়নে মোঃ খোকন খান,রেজাউল ফরাজি, সালাম ফকির সহ অর্ধ শতাধিক লোক জাতীয় পার্টিতে যোগদান করেন।

চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আলাউদ্দিন রাজ, মোঃ খালেকুজ্জামান স্বপন,জসিম উদ্দিন খান,এর নেতৃত্বে মোঃ হানিফ হাওলাদার, মোঃ আবুল কালাম খান,রেজাউল করিম লেহাজ, সিহাব উদ্দিন সাহেদ আলী যোগদান করেন।

চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মামুন হোসেন খলিফার নেতৃত্বে প্রবাসী আববকর সিদ্দিক সুমন যোগদান করেন। কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টি সহ-সভাপতি সাইফুল ইসলাম এর নেতৃত্বে মোঃ ইবরাহীম হাওলাদার সহ বেশ কিছু লোক জাতীয় পার্টিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠান এর আগে দেহেরগতি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে ২৭ টি বসার পাকা বেঞ্চ নির্মান করন কাজের শুভ উদ্বোধন ও রহমতপুর ব্রীজ লাকুটিয়া বাজার ভায়া মোহোনগঞ্জ ডিসি রোড নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।