বাবুগঞ্জে জাল টাকাসহ আটক

বাবুগঞ্জে জাল টাকাসহ আটক

বাবুগঞ্জে মোঃ দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যাক্তিকে জালটাকার নোটসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মধ্য রাকুদিয়া বীরপ্রতিক রত্তন আলী শরীফের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে নগদ ১১ হাজার জাল টাকাসহ আটক করা হয় তাকে। আটক দেলোয়ার হোসেন উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া মন্নান হাওলাদারের ছেলে।

এঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।থানা সূত্র জানায়, দেলোয়ার দেহেরগতি ইউনিয়নের নিরঞ্জন সরকার নামের এক মাছ ব্যাবসায়ী কাছ থেকে ৫শত টাকার মাছ ক্রয় করে এক হাজার টাকার নোট দেয়। টাকা হাতে পেয়ে জাল টাকার নোট সন্দেহে নিরঞ্জন দেলোয়ারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। এমন অবস্থায় পার্শ¦বর্তিরা ছুটে এলে দেলোয়ার নিজেকে বাঁচাতে ওই স্থান ত্যাগ করার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে আটক করে বাবুগঞ্জ থানা পুলিশে সংবাদ জানায়। 

সংবাদ পেয়ে থানার এস আই মোঃ ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনা স্থলে পৌঁছে দোলোয়ারকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ৬টি ১ হাজর টাকা ও ১০টি ৫ শত টাকার জাল নোট জব্দ করে গ্রেফতার পূর্বক তাকে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন একজন পেশাদার জালটাকার ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জালটাকা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। 

ঘটনার সত্যতা স্বীকার করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার পরিদর্শক( তদন্ত) মোঃ অলিউল ইসলাম।