বাবুগঞ্জে সাহান আরা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর মাতা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী প্রয়াত সাহান আরা আবদুল্লাহ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জে সর্বসমন্বয়ে ব্যতিক্রম উপস্থিতির মধ্যদিয়ে বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মরহুমার রুহের মাগফিরাত কামনায় ওই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সহসভাপতি মোস্তফা কামাল চিশতী ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান মিঠু, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ সধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন।
অন্যান্যদের মধ্যে দোয়া মোনাজাত উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমলেশ চন্দ্র হালদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার, মোঃ কামাল হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সামসুজ্জামান সোহেল, ঢাকাস্থ বাবুগঞ্জ থানা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহারিয়ার আহম্মেদ শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, বিভিন্ন এতিমখানার প্রায় দুই শতাধীক এতিম শিক্ষার্থীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২০ সালের ৭ জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।