বাবুগঞ্জে ২৫ পূজা মন্ডপে প্রতিমা নির্মাণের কাজ চলছে

বাবুগঞ্জে ২৫ পূজা মন্ডপে প্রতিমা নির্মাণের কাজ চলছে

আগামী ইংরেজী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে দেশের হিন্দু সম্প্রদায়ের  বাৎসরিক সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। ঘোড়ায় চরে দেবীর আগমন আর দোলায় চরে গমণ লক্ষে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাবুগঞ্জের পূজা মন্ডপগুলোতে প্রতিমা নির্মাণের কাজ। 

যতদ্রুত সম্ভব নির্মান কাজ সম্পন্ন করতে চান নির্মাণকারী পালেরা। খড় কুটো দিয়ে প্রাথমিক নির্মাণ সম্পন্ন শেষে মাটি দিয়ে প্রতিমা দৃশ্যমানের পর্বও তারা শেষ করেছেন। এখন চলছে কাঁচা মাটির প্রতিমা শুকানোর পালা। শুকানোর কাজ শেষে যত দ্রুত সম্ভব রংতুলিতে শৈল্পীক দক্ষতার শুনিপুন কারুকার্যে হাত দিবেন নির্মাণ শিল্পীরা। গতকাল সরেজমিন ঘুরে দেখাগেছে বাবুগঞ্জ কেন্দ্রীয় পূজা মন্ডপ বাবুগঞ্জ বাজারে প্রতিমা নির্মানে শৈল্পীক মাটির কারুকার্যের কাজ চলছে। এখানে আগৈলঝাড়া উপজেলার গৈলা থেকে আগত ৫জন পাল প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছেন। কর্মরত কৃষ্ণ পাল জানালেন এক সপ্তাহ হয়েছে তারা প্রতিমা নির্মাণের কাজ শুরু করেছেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করেছেন। এখন সম্পন্ন কাচা মাটির কজ শুকালে এক সপ্তাহের মধ্যে তারা পূর্ণাঙ্গ কাজ সমাপ্ত করতে পারবেন। বাবুগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী-পরিতোষ চন্দ্র পাল জানালেন, শুধু বাবুগঞ্জ বাজারের মন্ডপ নয় উপজেলায় ২৫টি মন্ডপে একযোগে প্রতিমা নির্মাণের কাজ চলছে পুরোদমে।

 আগামী ১০ অক্টোবর দিবাগত রাতে দেবীর ঘোড়ায় আগমনের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার শুরু হবে এবং ১৪ অক্টোবর দোলায় চরে দেবীর গমনের অর্থাৎ বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজার সমাপ্তি ঘটবে।