বাস-লঞ্চের ভাড়া বাড়ানো সিদ্ধান্ত বাতিলের দাবি ওয়ার্কার্স পার্টির

বাস-লঞ্চের ভাড়া বাড়ানো সিদ্ধান্ত বাতিল এবং তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা।
মঙ্গলবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মো. টিপু সুলতান, জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, ফাইজুল হক বালি ফারাহিন, শামিল শাহরোখ তমাল, ছাত্রনেতা সুজন আহমেদ, ইমরান নুর নিরব প্রমুখ।
বক্তারা অবিলম্বে তেলের দাম কমিয়ে বাস লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য সরকারের কাছে দাবি জানান।