বিএনপি আমলেই ক্যাসিনো শুরু: তথ্যমন্ত্রী

বিএনপি আমলেই ক্যাসিনো শুরু: তথ্যমন্ত্রী

ঢাকায় বিদেশি আদলে গড়ে ওঠা ক্যাসিনোগুলোতে চলমান অভিযানের মধ্যে এই অপসংস্কৃতি বিএনপি সরকারের আমলেই শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, ‘ক্যাসিনো সংষ্কৃতির শুরু বিএনপির আমলে। তখন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা এর সঙ্গে জড়িত থাকার কারণে তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় বিএনপির শীর্ষ কয়েকজন নেতার নাম উল্লেখ করে তারাই ঢাকায় ক্যাসিনো সংস্কৃতির চল শুরু করেন বলে জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘এই ক্যাসিনো সংষ্কৃতি বিএনপির আমলেই শুরু করা হয়েছে। সাদেক হোসেন খোকা, মীর্জা আব্বাস, মোসাদ্দেক হোসেন ফালুরা এগুলো শুরু করেছিলেন। তখন ক্ষমতার শীর্ষ পর্যায় এগুলোর সঙ্গে যুক্ত ছিলো। তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

‘আর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকসহ সকল অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। কে কোন দলের বা মতের দেখা হচ্ছে না। সেখানে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে তদন্ত সাপেক্ষে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিএনপি ক্ষমতায় থাকার সময় দলটির শীর্ষপর্যায় থেকে অনিয়ম-দুর্নীতি করা হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘হাওয়া ভবন তৈরি করে প্রত্যেক ব্যবসায় ১০ পার্সেন্ট কমিশন নেওয়া হতো। তারেক রহমানের ১০ বছরের সাজা হয়েছে। তার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে।’

ক্যাসিনোর বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ব্যবস্থা যে আগেও নেওয়া হয়নি তা নয়। ব্যবস্থা আগেও নেওয়া হয়েছে। এখন একেবারে সাড়াশি অভিযান চলছে।’