বিএনপি-জামাত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন ও আশা-আকাঙ্খার বিরোধিতা করেছে

বিএনপি-জামাত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন ও আশা-আকাঙ্খার বিরোধিতা করেছে

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত, দেশের বিরুদ্বে মিথ্যাচার, অপপ্রচার করে দেশের মান মর্জাদা খুন্ন করে বিএনপি জামাত দেশ বিরোধী, মিথ্যচার ও সাম্প্রদায়িক রাজনীতি করে। তারা উগ্র সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার যে মানসিকতা সেটা দেশবাসী প্রত্যাখ্যান করে। এ জন্যই  বিএনপি-জামাত এখনো আমাদের সামনে কাঙ্খিত পদ্মা সেতু নির্মাণে সহযোগিতা তো দূরের কথা, তারা সরকারে থাকাকালীন এই সেতু নির্মাণের কোন ধরনের পদক্ষেপ না নিয়েও মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়Ñতারা পদ্মা সেতু চায়না। বিএনপি-জামাত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন, আশা-আকাঙ্খার বিরোধিতা করেছ।


মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১ টায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য স্বপ্নের বাস্তাবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে তিনি সাহসিকতার প্রমাণ দিয়েছেন। পদ্মা সেতু বাস্তবায়ন করে তিনি আজ প্রমাণ করেছেন সদিচ্ছা থাকলে, স্বপ্ন থাকলেÑ যেকোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করে ও পদ্মা সেতুর নির্মাণ করা সম্ভব। আজকে পদ্মা সেতু হলো আমাদের বাস্তবতা, সক্ষমতার প্রতীক এবং পদ্মা সেতু হল এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নয়নের প্রতীক। এই অঞ্চলের অর্থনৈতিক আরও শক্তিশালী হবে। ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা এবং কৃষি সহ ব্যাপক উন্নয়ন জাগরণ হবে। যার সুফল সারা বাংলাদেশের মানুষ ভোগ করবে।’


আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বিরোধী দল নিয়ে আরো বলেন, ‘আমি মনে করি বিএনপি-জামাত যারা এখনো পদ্মা সেতুকে নিয়ে অপপ্রচার করছে, এখনো বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলে তাদের উচিত বাংলাদেশের মানুষের আকাঙ্খা, প্রত্যাশার সাথে একমত হয়ে পদ্মা সেতু তথা এই নির্মাণকে স্বাগত জানানো এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানানো।’

তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বলতে চাইÑ বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে সক্ষমতা অর্জন করেছে। আমার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। আমাদের ভ্রাতা দেশগুলোকে এবং উন্নয়ন সহযোগীদের স্বাগত জানাব এবং আমন্ত্রণ জানাবো। তারা যেন বাংলাদেশের মানুষের এই উৎসবের সঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করে।’

এদিকে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মাদারীপুর জেলার শিবচরের কাঠালবাড়িয়া মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর ফেরিঘাটে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে অন্তত কমপক্ষে ১০ লক্ষ মানুষ অংশগ্রহণ করবে বলে মানে করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।

দিনব্যাপি আওয়ামী লীগ আয়োজিত এই সভায় বিভাগের অধিকাংশ সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ মতবিনিময় সভায় ১৪ দলের শরীক অন্যান্য দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় সভায় পদ্মা সেতুর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়