বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে আওয়ামী লীগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, গুলি করে বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে আওয়ামী লীগ। সন্ত্রাস দিয়ে তাদের জন্ম, সন্ত্রাস দিয়ে রাজনীতি করে, সন্ত্রাস দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে।
আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আগামী নির্বাচনে যেন বিরোধী দল কোনোভাবে অংশ নিতে না পারে, সে কারণে এখন থেকেই ভয়াবহ তাণ্ডব শুরু করেছে সরকার।
পুলিশ কোনো আইন না মেনে কথায় কথায় গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব জানান, সম্প্রতি দলটির দুই শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার এবং চার হাজারের অধিক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রাজপথে আন্দোলনের পাশাপাশি প্রত্যেকটা হামলা, গুম, জখমের বিরুদ্ধে আইনি লড়াই করবে বিএনপি।