বিএনপির দাবি: জুলাই-আগস্টেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আগামী জুলাই-আগস্টের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, "গণতন্ত্রের স্বার্থে এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হওয়া জরুরি। আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে যেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হয়।"
এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জানান, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে।"
সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মির্জা ফখরুল জানান, "আমাদের মতে, এত দীর্ঘ সময় অপেক্ষার কোনো যৌক্তিকতা নেই। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে, যা দ্রুত সমাধান করতে হলে নির্বাচিত সরকার দরকার।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, "বিএনপির দ্রুত নির্বাচনের দাবি ভারতের চাপে হতে পারে। ভারতের সেনাপ্রধান সম্প্রতি বাংলাদেশের নির্বাচিত সরকার নিয়ে মন্তব্য করার পর বিএনপি হঠাৎ করে এই দাবি জানিয়েছে।"
তিনি আরও বলেন, "নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও নতুন সংবিধান রচনা করা উচিত। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়া দরকার।"
মির্জা ফখরুল বলেন, "নির্বাচন সংস্কার কমিটির রিপোর্ট শিগগিরই জমা হবে। তাই বিলম্বিত নির্বাচনের কোনো কারণ নেই। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে নির্বাচনের বিকল্প নেই।"
এদিকে, বিভিন্ন রাজনৈতিক মহলে বিএনপির এই দাবির পেছনে রাজনৈতিক এবং কৌশলগত উদ্দেশ্য খোঁজা হচ্ছে। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে আসন্ন নির্বাচনের সময় ও সংস্কার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।