মতিঝিলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রদলের তীব্র নিন্দা

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর বুধবার (১৫ জানুয়ারি) এক দল সন্ত্রাসী ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলায় নারী শিক্ষার্থীসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদল জানায়, শান্তিপূর্ণ সভা-সমাবেশে সন্ত্রাসী হামলা স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
ছাত্রদল নেতারা বলেন, গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকারে এমন ন্যাক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। তারা বলেন, “এ ধরনের আক্রমণ শুধু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর নয়, এটি দেশের গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করার একটি অপচেষ্টা। দায়ীদের শাস্তি নিশ্চিত করে সরকারের উচিত জনসাধারণের শান্তিপূর্ণ আন্দোলনের নিরাপত্তা প্রদান করা।”
ছাত্রদল আরও জানায়, স্বাধীন দেশে নাগরিকদের মতপ্রকাশের অধিকার রক্ষার পাশাপাশি এমন অপরাধ দমন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডে লিপ্ত না হতে পারে।