বরিশালে বিশ্ব ক্লাবফুট দিবস পালন

নানা আয়োজনে বরিশালে বিশ্ব ক্লাবফুট দিবস পালন হয়েছে।
ক্লাবফুট বা জন্মগত পায়ের পাতা বাঁকা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে ও ওয়াক ফর লাইফ বরিশাল এবং ডায়াবেটিস হসপিটাল বরিশাল এর উদ্যোগে ডায়াবেটিস হসপিটালে রবিবার সকাল ১১টায় বরিশালে বিশ্ব ক্লাবফুট দিবস পালিত হয়েছে। ৩০০০০ শিশুর সফলতার সাথে চিকিৎসা উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে অ্যাডভোকেট এডভোকেট হেমায়েত উদ্দিন আহমেদ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এর সেক্রেটারি ডা: পীযূষ কান্তি দাস অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন, তত্ত্বাবধায়ক মানবেন্দ্র সরকার ও আবাসিক মেডিকেল অফিসার আবু জাফর স্যার উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ক্লাবফুট শিশুর অভিভাবক এবং ক্লাবফুট মুক্ত শিশুরা একটি বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেন।২০০৯ সাল থেকে ওয়াক ফর লাইফ প্রকল্প টি সারা বাংলাদেশের ৩০০০০ শিশুকে চিকিৎসার আওতায় নিয়ে এসেছে এবং বরিশাল বিভাগে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ১১০০ শিশু ক্লাব ফুট মুক্ত হয়েছে।