বিএমপি’র বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়ে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫ জুলাই সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা।
সভার সভাপতি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সভা শেষে থানার শ্রেষ্ঠ কর্মকর্তাদের বিভিন্ন কেটাগরিতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. ফজলুল করীম এর সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা মো. মেহেদী হাসান, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করীম, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান সহ অন্যান্য অফিসারবৃন্দ।