বিএসএমএমইউ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণ

বিএসএমএমইউ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণ

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধ‍ু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডি-ব্লকের ১৭ তলা বিল্ডিংয়ের ১৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এই আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। 

তিনি বলেন, আগুন লাগার খবর সন্ধ্যা ৬টা ২১ মিনিটে পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সদর দফতর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নির্বাপন করা হয়।