বরিশাল নগরের টিকাকেন্দ্রে শিক্ষার্থী আহত, কার্যক্রম স্থগিত

বরিশাল নগরের টিকাকেন্দ্রে শিক্ষার্থী আহত, কার্যক্রম স্থগিত

করোনা টিকা নিতে গিয়ে উন্নয়ন কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীতে এক শিক্ষার্থী আঘাত পাওয়ায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টিকাদান কার্যক্রম স্থগিত করেছে বরিশাল সিটি করপোরেশন।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, গত বছরের ১৫ নভেম্বর থেকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বরিশাল জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। সোমবার টিকা কার্যক্রম চলমান অবস্থায় স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে ব্যবহৃত নির্মাণসামগ্রীতে নগরের এ আর এস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকি আঘাত পায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শিক্ষার্থীদের টিকাদান আজ থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এছাড়া নগরের অন্যান্য টিকা কেন্দ্রগুলো যথারীতি টিকাদান কার্যক্রম চলমান থাকবে।