বিএসটিআইর অভিযান

বিএসটিআইর অভিযান
বাংলদেশ স্ট্যান্ডার্ড অ্যা- টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রমজান উপলক্ষে নগরের ফলের দোকানসমূহে ফরমালিন ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করে। গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরের বিভিন্ন ফল-মূলের দোকেন ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৩টি ফলের দোকানের মধ্যে একটি ফলের দোকানের আমে ফরমালিনের উপস্থিতি পায়। এই অভিযোগে জনসম্মুখে আাম ধ্বংস করা হয়। বিএসটিআইর সহকারী পরিচালক প্রকৌশলী মো. আবদুস সবুরের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বরিশাল প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর জানান, রমজান মাসে যাতে ফল-মূলে কোন ধরলের ফরমালিন ব্যবহার করতে না পারে সেই লক্ষ্যে বিএসটিআই এই অভিযান শুরু করেছে। পুরো রোজার মাস এই অভিযান অব্যাহত থাকবে।