অবশেষে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের দাবি মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন লন্ডনে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক শেষে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য।
স্থায়ী কমিটির ঐ সদস্য বলেন, বিক্ষুব্ধরা দলেরই নেতাকর্মী। তাদের দূরে রাখা সম্ভব নয়। তাদের সমস্যার সমাধান হবে শিগগিরই। আজ-কালের মধ্যে সংবাদ সম্মেলনে করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে।
তিনি জানান, ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য একটি আহ্বায়ক কমিটি কিংবা কাউন্সিল প্রস্তুতি কমিটি হতে পারে।
বৈঠক শেষে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা ছাত্রদলের নিয়ে বিএনপির যেসব দায়িত্বপ্রাপ্ত নেতা রয়েছে তারা পালন করবেন। তারাই এর সমাধান নিয়ে আপনাদের জানাবেন।
এদিকে স্থায়ী কমিটির বৈঠক যখন চলছিল তখন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে অবস্থান করছিলেন।
তারা জানান, স্থায়ী কমিটির বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তাদের আনঅফিসিয়ালি জানানো হয়েছে। দলের সিদ্ধান্তে খুশি তারা।
বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের দাবি নতুন কমিটি গঠনের লক্ষে যে কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়েছে তা বাতিল করতে হবে, স্বল্পকালীন একটি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে, আহ্বায়ক কমিটি ছাত্রদলের নতুন কমিটি গঠন করে দেবে দলের প্রক্রিয়া অনুসরণ করে, বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।