বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার। রচনা প্রতিযোগিতায় ৫টি গ্রুপ এবং চিত্রঙ্কান প্রতিযোগিতায় ৩টি গ্রুপে বিভিন্ন বিষয়ের উপর বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশকের অনুপস্থিতে শিক্ষা ও আইসিটি, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল মারুফ।

অনুষ্ঠানে সহকারী পরিচালক, বিভাগী সরকারি গণগ্রন্থাগার বরিশালের খালিদ মোহম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আইসিটি বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল মারুফ, বিশেষ অতিথি সহকারী অধ্যাপক, বরিশাল ক্যাডেট কলেজের আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, কবি ও লেখক শামীমা সুলতানাসহ অনুষ্ঠানে আগত প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তক্ষরণের মধ্যে দিয়ে একটি দেশ তৈরি হয়েছে। যার নাম বাংলাদেশ। সেই ইতিহাস বই পড়ার মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে জানাতে হবে। অভিভাবকদের দ্বায়ীত্ব নিয়ে এই নতুন প্রজন্মের সন্তাদের কাছে বই পড়তে আগ্রহ তৈরি করতে হবে অনুষ্ঠানে এই আহ্বান জানান বক্তারা।

রচনা প্রতিযোগিতায় ৫টি গ্রুপের ক-গ্রুপে ‘বীরশ্রেষ্ঠদের কথা’ বিষয়ে প্রথম হয়েছে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজা তাসনিম কাফি, খ-গ্রুপে ‘বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু’ বিষয়ের উপর প্রথম হয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নুসরাত জানান জুঁই, গ-গ্রুপে ‘কবিতা ও গানে বিজয় ও জাতির পিতা’ বিষয়ে প্রথম হয়েছে কুয়েট, স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সাবাহ্ কবির সুরভী, ঘ-গ্রুপে ‘মুজিব জন্মশতবার্ষিকী ও আমাদের বিজয়ের চেতনা’ বিষয়ে প্রথম হয়েছে খাদিজা আক্তার, ঙ-গ্রুপে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ বিষয়ে প্রথম হয়েছে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী রবিন চন্দ্র মজুমদার।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-গ্রুপে ‘উন্মুক্ত’ বিষয়ে প্রথম হয়েছে জাহানারা ইসরাইল স্কুলের শিক্ষার্থী মো: মুন্তসির মাহমুদ রাইয়্যান, খ-গ্রুপে ‘স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু’ বিষয়ে প্রথম হয়েছে চারুকলা বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেয়সী সোমা শ্রেয়া, গ-গ্রুপে বিশেষ প্রতিবন্ধীদের ‘উন্মুক্ত’ বিষয়ে প্রথম হয়েছে আবুল আহাদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্য ও বাচিক শিল্পী সায়ন্তনী রাখী।