বিদেশিদের ফেরার অনুমতি দিল তালেবান সরকার

আফগানিস্তানে এখনও অনেক বিদেশি নাগরিক আটকে রয়েছেন। তালেবান শাসন প্রতিষ্ঠা হওয়ার পরেও তারা নিজেদের দেশে ফিরতে পারেননি। তবে এবার সেই সমস্ত বিদেশিদের দেশে ফেরার অনুমতি দিল অন্তর্বর্তী তালেবান সরকার।
খবর বিবিসির
বৃহস্পতিবার একটি অসামরিক বিমানে ২০০ জন মার্কিন নাগরিককে কাবুল থেকে ফিরিয়ে আনা হবে বলে মার্কিন সূত্র জানিয়েছে।
এদিকে আফগানিস্তানে নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালেবানের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন দেশটির একাধিক সাংবাদিক।
মঙ্গলবার তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়। তারপরই তালেবানের হাতে সাংবাদিকদের মারধরের শিকার হওয়ার একাধিক ছবি অনলাইনে আসে। মারধরের শিকার দুজন সাংবাদিকের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার বৈদেশিক প্রতিনিধি মারকাস ইয়াম। তিনি তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করেন।
আরেকটি ছবি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে একটি আফগান সংবাদমাধ্যম।
এদিকে বুধবার বিক্ষোভ কভার করা দুই সাংবাদিকের আঘাতের ছবিও ফুটে উঠেছে। কাবুলে তালেবানদের হাতে গ্রেপ্তারের পর তাদের মারধর করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলেছেন আলোকচিত্রী নেমাতুল্লাহ নকদি।
তিনি বলেন, একজন তালেবান আমার মাথায় পা রেখেছিল, কংক্রিটের সাথে আমার মুখ পিষে দিয়েছে। তারা আমার মাথায় লাথি মেরেছে। আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে।