বরিশালে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশালে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও সৌজন্য পাওয়া ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনার দায়ে ৬টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী নগরীর কাঠপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
এ সময় বিপুল পরিমান ওষুধ জব্দ করে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী।