বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাল বিজিবি

বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের কাছে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে পাঠানো খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি'র ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার দুপুরে ভারতের সঙ্গে সীমান্তবর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দের তুলাই শিমুল উচ্চবিদ্যালয় মাঠে, কসবার গোসাইস্থল বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন, গরিব, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় প্রায় ১৬৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ছয় কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক

কেজি ছোলা, আধা লিটার তেল, এক প্যাকেট সুজি ও ৫০০ গ্রাম লবণ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন ২৫ ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন।

প্রসঙ্গত, সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি  ৫ মে থেকে ৯ মে পর্যন্ত চলা এই কার্যক্রমে মোট এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।