বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহিদুল ইসলাম (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত চিলেন।
পরে জেলা প্রশাসক নিজ হাতে মশার ঔষধ স্প্রে করে জেলা প্রশাসক কার্যালয় সহ আশপাশের এলাকায় মশক নিধনের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।