বিদ্যুৎ সহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের মিছিল

বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে গণসংহতি আন্দোলন।
সোমবার সকাল ১১ টায় জেলা গণসংহতি আন্দোলন এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
জেলা গণসংহতি আন্দোলন আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর নেতৃত্বে ফকির বাড়ি রোড কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর সদর রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিদ্যুৎ, পেঁয়াজ ও চাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেয় তারা।