সিগারেট খাওয়া নিয়ে ছাত্রলীগ দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১

সিগারেট খাওয়া নিয়ে ছাত্রলীগ দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১

বরিশালে সিগাটে খাওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১ জন আহত হয়েছে। সংঘর্ষের ফলে নগরীর বটতলা থেকে চৌমাথা এলাকার সড়কের (নবগ্রাম রোড) দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর নবগ্রাম রোডের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক শামিমের বাড়ির সামনে ‘বেগম ভিলা’ ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় মো. আনিস (৩০) নামে এক ব্যক্তি আহত হন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। সংঘর্ষ শেষে ঘটনাস্থলে ভাঙা চেয়ার, ছেঁড়া ব্যানার, কাঠের টুকরো পরে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী বিষয়টিকে আভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ বলে মনে করছেন।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রীর সমর্থক গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে  হাতাহাতি হয়েছে। এতে একজন সামান্য আহত হয়। তবে দ্রুতই সেখানে পুলিশ উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক দলীয় নেতাকর্মী জানান, জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পালন উপলক্ষে গতকাল রাতে মন্ত্রীর বাসায় দলীয় নেতাকর্মীদের সভা হবার কথা ছিল। এজন্য নেতাকর্মীরা সন্ধ্যা থেকেই বাসার সামনে ভীড় করা শুরু করে। এসময় ছাত্রলীগের এক কর্মী বাসার সামনে দাঁড়িয়ে ধুমপান করতে থাকলে যুবলীগ কর্মী আনিস তাকে নিষেধ করে। কিন্তু আনিসের কথা না শুনে উল্টো আনিসকে ধমক দেয় ওই ছাত্রলীগ কর্মী। যার প্রেক্ষিতে কথা কাটাকাটির এক পর্যায়ে আনিসের ওপর হামলা চালানো হয়। এরপর দুটি পক্ষ দফায় দফায় লাঠিসোঁটা নিয়ে একে অন্যকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যানার ছেঁড়া শুরু করে।

উপস্থিত নেতাকর্মীদের কয়েকজন জানান, ধুমপানরত ছাত্রলীগ কর্মী মহানগর ছাত্রলীগ নেতা মাহাদুর রহমান মাহাদের সমর্থক। অন্যদিকে আহত আনিস মহানগর যুবলীগ নেতা মোস্তাফিজ রানার সমর্থক। এই দুই নেতাই প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ বলে জানিয়েছেন নেতাকর্মীরা। নিজেদের পক্ষের প্রভাব বৃদ্ধি করতেই সামান্য ঘটনা নিয়ে দুই পক্ষ এভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

মোস্তাফিজ রানা সাংবাদিকদের জানান, দলীয় কর্মীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে একটু মারামারি হয়েছে। বিষয়টি খুব দ্রুতই সমাধান করা হয়েছে। মন্ত্রী মহোদয় বর্তমানে বরিশালে নেই। তবে এই ঘটনা যেন আর দীর্ঘায়িত না হয় এ ব্যাপারে সবাইকে নির্দেশনা দিয়েছেন তিনি।