বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদানের দাবিতে বরিশালে

বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদানের দাবিতে বরিশালে

বরিশালে সর্বস্তরের জনগণকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে জেলা বাসদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলালু মল্লিক, কাজল কুমার দাস, ছাত্রফ্রন্টের সংগঠক লামিয়া সাইমুম এবং সন্তু মিত্র। 

বক্তারা সর্বস্তরের জনগণকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নের জন্য সরকারের কাছে দাবি জানান।