মঠবাড়িয়ায় ইউএনও অফিসের সহকারীর বাসায় চুরি

মঠবাড়িয়ায় ইউএনও অফিসের সহকারীর বাসায় চুরি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার মোঃ সাইদুর রহমানের নিজ বাসায় চুরি সংঘটিত হয়েছে।

সোমবার (১৬ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এবং মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রায় ১০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১০ লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার। 

পরিবারের সদস্যরা ঘরে না থাকার সুযোগে পিছনের দরজার সিটকানি কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে চোরের দল।এরপর ওপরে থাকা সিলিং ভেঙে প্রতিটি কক্ষে প্রবেশ করে তারা। আলমিরা ভেঙে পুত্র বধুর গলার হার,হাতের রুলি,গলার চেইন,মেয়ের গলার চেইন, স্ত্রীর হাতের রুলি সহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ওই দুর্বৃত্তরা। 

অফিস সুপার সাইদুর রহমানের স্ত্রী সহকারী স্বাস্থ্য পরিদর্শক রহিমা খাতুন ১২ টার দিকে বাসায় এসে এ ঘটনা দেখতে পান।প্রতিদিনের ন্যায় সকাল ১০ টার আগেই অফিসে গিয়েছিলেন তারা। 

মঠবাড়িয়া পৌর শহরের উত্তর মিঠাখালী মোতাহার আলী সড়কের ৩৫ নাম্বারের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, পেছনের দরজা ও ঘরের ভিতর বিভিন্ন কক্ষে থাকা একাধিক আলমিরা ভাঙা।আসবাবপত্র ও কাপড়চোপড় তছনছ অবস্থায় যত্রতত্র পড়ে আছে। স্বর্ণালংকার হারিয়ে রহিমা খাতুন কান্নাকাটি করছেন।দিনে দুপুরে এ চুরির ঘটনায় স্হানীয়রা অনেকটা অবাক হয়েছেন। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লিখিত  অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।