বিপিএলে থাকছে না চিটাগং ভাইকিংস

বিপিএলে থাকছে না চিটাগং ভাইকিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসছে আসরে দেখা যাবে না চিটাগং ভাইকিংসকে। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় ছিল ডিবিএল গ্রুপ। যারা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কেনার জন্য দরপত্রও আহ্বান করেছে। ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা বিপিএলের সপ্তম আসর। চিটাগং ভাইকিংসের ষষ্ঠ আসরেও অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত অবশ্য জটিলতা কাটিয়ে অংশ নিলেও এবার আর এই নামে দল না দেখার সম্ভাবনাই বেশি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও বিষয়টি নিশ্চিত করলেন, ‘উনারা কনটিনিউ করবে না। ডিবিএল গ্রুপ নামে যেটা ছিল তারা কনটিনিউ করবে না। আজ এক্সপ্রেশনাল ইন্টারেস্ট দিয়েছে তো। নতুন কেউ নিলে চট্টগ্রামের দল অন্য কোন নামে আসতে পারে।’ ২০১২ সাল থেকেই বিপিএলে অংশ নিয়ে আসছে চিটাগং ভাইকিংস। প্রথম দুই আসরে অবশ্য তাদের নাম ছিল চিটাগং কিংস। ২০১৫-১৬ মৌসুমে চিটাগং ভাইকিংস নামে আবির্ভাব ঘটে। শেষ মৌসুমে দলটিকে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম। যদি নতুন কোনো প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজিটির মালিকা গ্রহণ না করে তবে আসছে আসরে হয়তো ৬ দল নিয়েই আয়োজিত হতে পারে বিপিএল।