বিভাগীয় সমাবেশ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

বিভাগীয় সমাবেশ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা
বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, শেখ হাসিনা ভালো করেই জানতেন খালেদা জিয়া বাহিরে থাকলে তারা রাতের বেলার ভোট দিয়ে এদেশের ক্ষমতায় এক মুহুর্ত থাকতে পারবে না। তাই মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রীকে জেলে পাঠিয়ে নকল ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মজিবর রহমান সরোয়ার। উত্তর জেলা বিএনপির আয়োজনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মজিবর রহমান সরোয়ার বলেন, আওয়ামী সরকারের রাজনীতি তাদের দলের হাতে নেই। আছে প্রশাসনের হাতে। কারণ প্রশাসন ভোটারদের বাসা-বাড়ি কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে সরকারকে অনেক কিছুই দিয়েছে। তাই প্রশাসনিক কর্মকর্তারা সরকারের কাছে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন দাবি আদায়ের প্রস্তাবনা করছেন। প্রশাসন এই অবৈধ সরকারকে নির্বাচিত করেছে বলেই সরকার তাদের হাতে জিম্মি হয়ে আছে। সরোয়ার আরো বলেন, আজ রাতের সরকার সঠিকভাবে দেশ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই বাজারের গ্যাস থেকে শুরু করে সব পন্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও এদেশের গণতন্ত্র উদ্ধারের মাধ্যমে দেশের মানুষের মুক্তি দিতে হবে। এজন্য বিএনপিসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে বরিশাল বিভাগী সমাবেশ সফল করার পাশাপাশি আন্দোলন-সংগ্রামের জন্য মাঠে কাজ করার আহবান জানান তিনি। বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি ও সাবেক (এমপি) মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে প্রস্ততি সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক (এমপি) অ্যাড. বিলকিস জাহান শিরিণ, সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপি (ভারপ্রাপ্ত) সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া।