বিমান দুর্ঘটনায় নিহত নাইজেরিয়ার সেনাপ্রধান

নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু (৫৫) বিমান দুর্ঘটনায় মারা গেছেন। গত জানুয়ারিতে তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকেট জানান, জেনারেল ইব্রাহিমের বিমানটি উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে বিধ্বস্ত হয়েছে।
দেশটির সেনাবাহিনী জানায়, বৈরি আবহাওয়ায় উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় উড়োজাহাজের ক্রুসহ আরো ১০ জন কর্মকর্তা মারা গেছেন।
নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি বলেছেন, এই দুর্ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত।’