ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১৯৪

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১৯৪

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছে আরও আড়াই লাখের বেশি মানুষ।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ২৯৯ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দুই হাজার কম। আর একই সময়ে মৃত্য হয়েছে ৪ হাজার ১৯৪ জন। শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ২০৯ জন মারা গিয়েছিল। মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে।

সর্বশেষ এ সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৫ হাজার ৫২৫ জনে।